পৌরসভা পরিচিতি
সুনামগঞ্জ পৌরসভার সংক্ষিপ্ত বিবরণ :
সুনামগঞ্জপৌরসভা অতি পুরাতন একটি পৌরসভা। ১৯১৯ সালে সুনামগঞ্জ পৌরসভা স্থাপিত হয়। অত্রপৌরসভার আয়তন ২২.১৭ বর্গ কিলোমিটার। বর্তমানে জনসংখ্যা ৮৭,৫৭০। শহরটির গাঁ ঘেষেসুরমা নদী প্রবাহিত হয়েছে। প্রাকৃতিক পরিবেশ শহরটিকে প্রানবন্ত করে রয়েছে। এই শহরেশিক্ষা সাংস্কৃতিতে অনেক গুণীজনের জন্ম। মরহুম দেওয়ান হাছন রাজা সহ অনেক বাউল মরমীকবি সাধক সুনামগঞ্জ জেলায় রয়েছেন। অতীত ঐতিহ্য সুনামগঞ্জের সুনাম অক্ষুন্ন রেখেছে।